ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

| শনিবার, জুলাই ১৬, ২০২২
ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ এম. এ. ওয়াহেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ এম. এ. ওয়াহেদ।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান তরফদার, সাংবাদিক এম. এ. সবুর, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, মনিরুজ্জামান খাঁন, কামরুল এহসান চন্দন, হারুন অর রশিদ, আক্কাছ আলী, আঞ্চলীক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ। 
এসময় আলহাজ¦ এম. এ. ওয়াহেদ ভালুকা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্য ৩লক্ষ টাকা ও ক্লাবের প্রবিন সদস্য ক্যান্সার আক্রান্ত দৈনিক অবজারভার পত্রিকার সাংবাদিক নুরুল ইসলামকে প্রতি মাসে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। 


আরও পড়ুন