ভালুকায় শোক দিবস পালিত

| সোমবার, আগস্ট ১৫, ২০২২
ভালুকায় শোক দিবস পালিত
ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট সোমবার যথাযোগ্য মর্যাদায় ও বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ’রীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পডাদক গোলাম মোস্তফা, জেলা আ’লীগের সদস্য আলহাজ¦ এমএ ওয়াহেদ, ওসি কামাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেফার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা প্রমূখ।
অপর দিকে ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষেক্ষ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নিজ উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধী স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ২০০০ টাকার চেক প্রদান করা হয় ।বিকালে ভালুকা বাজার নিজ কার্য্যালয়ে ২০০ জন অসহায় দুস্ত নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন এ সংসদ সদস্য। এসময় উপস্থিত ছিলেন ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন, প্রভাষক আ ফ ম আফজাল হোসেন, ইব্রাহীম লোদী, ফজলে রাব্বী রানা, ছাত্র নেতা রাহাত, সৃজন সরকার সহ অপরাপর নেতৃবৃন্দ।
অপর এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ভালুকা সাব রেজিষ্ট্রি অফিসে ।
এতে উপস্থিত ছিলেন সাব রেজিষ্ট্র অফিসের সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বুলবুল আহম্মেদ, বাবু, শাওন ,জুবায়ের রাজু সহ সকল দলিল লিখক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আরও পড়ুন