ভালুকায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে বিশ হাজার লোককে ‘প্রীতিভোজ’ করে খাওয়ালেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।।
শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে ৩টি ভ্যানুতে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, উলামা মশায়েখ, পেশাজীবি ও সরকারি কর্মকর্তা- কর্মচারী, সাধারন মানুষদের সম্মানে ঈদ পুর্নমিলনী, মতবিনিময় ও প্রীতিভোজের আয়োজন করেন সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদ ধনু। এ সময় প্রায় ২০ হাজার মানুষ প্রীতিভোজে অংশ নেন ।
এসময় অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন প্রমুখ। প্রীতিভোজে হিন্দু ও সংখ্যালগুদের জন্য আলাদা ভ্যানুর ব্যাবস্থা রাখা হয় । । ২২ টি গরু , ১০০শত খাশির মাংশে ওই মহা ভোজের অনুষ্ঠান সর্বস্তরের মানুষএর মিলন কেন্দ্রে পরিনত হয় । খাওয়ার সময় সংসদ সদস্য প্রতিটি টেবিলে গিয়ে অতিথিদের খোঁজখবর নেন।
আরও পড়ুন